দেলদুয়ার প্রতিনিধি:
রবিবার টাঙ্গাইলের দেলদুয়ারে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বেলা ১২ টার দিকে সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এরপর তিনি চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ সভাপতি এস. প্রতাপ মুকুল, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।