ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ শামছুল হকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘাটাইল উপজেলার ৩৫ কি.মি. দুরে লক্ষিন্দর ইউনিয়নের বেইলা সুক্তার বাইদ গ্রামে।
স্থানীয় কৃষক দেলোয়ার হোসেন জানান,এ গ্রামের ইউসুফ আলী জমিটি যুগ যুগ ধরে ভোগ দখল করে আসছেন। বর্গাচাষি হিসেবে তার কাছ থেকে কুড়ি বছর ধরে আমি বর্গা আবাদ করে আসছি।
জমির মালিক ইউসুফ আলি জানান, বিগত ৬২ সালের দিকে আমি জমিটি ক্রয় করার পর ভুল ক্রমে জোতদারের নামে রেকর্ড হয়। পরে এ নিয়ে রেকর্ড সংশোধনের জন্য আদালতের আশ্রয় নেই। আদালত আমাদের পক্ষে রায় দেন। এখন রেকর্ড সংশোধন হয়ে আমার নামে হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে জমিটিতে স্থিতাবস্থা বজায় রাখার আদালতের নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় প্রতিপক্ষ শামছুল হক নিষেধাজ্ঞাকে অমান্য করে সন্ত্রাসি কায়দায় জমি দখল করতে ঘর নির্মান করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একাব্বর আলী বলেন, এ ব্যাপারে ইউসুফ আলী বাদী হয়ে গ্রাম্য আদালতে বিচার প্রার্থনা করে। গ্রাম্য আদালতে হাজির হওয়ার জন্য আমি উভয় পক্ষকে পর পর দু‘বার নোটীশ করি। এতে তারা উভয় পক্ষ হাজির হয়ে বাদী পক্ষের দাবি মানিয়া নেয়। জানতে চাইলে সাগর দিঘী পুলিশ তদন্ত কেন্দ্রর আইসি জাকির হোসেন বলেন, এ বিষয়টি আমি জানিওনা বা আমার কাছে কেউ আসেনি।