গোপালপুর সংবাদদাতা
টাঙ্গাইলের গোপালপুরে সাংবাদিকদের সাথে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও জনগণের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহ সভাপতি কেএম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ও ডা. খাইরুল আলম (এমওডিসি)সহ হাসপাতালের সকল কর্মকর্তা প্রমূখ।
এ সময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সেও উন্নয়নমূলক কর্মকান্ডে মুগ্ধ হয়ে বলেন, স্থানীয় সংসদ সদস্য ছোট মনির এমপির নির্দেশনা ও সহযোগিতায় স্বল্পসময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি হাসপাতালটিকে আধুনিক ও মানসম্মস চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তুলেছেন। এ হাসপাতালে প্রশাসনিক বøক, আলট্রাসাইন্ড, ইসিজি, ডেন্টাল ইউনিট, ডিজিটাল এক্স রে মেশিন, মুক্তিযোদ্ধা কেবিন, স্টাফ কেবিন, বিশেষ কেবিন, বিষ খাওয়া রোগীদেও জন্য স্টাফ রুম, ও রোগীদের খাবার ডাইনিং রুমের সু ব্যবস্থা করা হয়েছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.