নিউজ স্রোত ঃ
২০২১ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টায় ছায়ানীড় পল্লীতে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির প্রবীণ আইনজীবী আলহাজ মো. আব্দুল গফুর এডভোকেট-এর ৮১তম বর্ণাঢ্য জন্মোৎসব পালন করা হয়। জন্মোৎসবে উপস্থিত ছিলেন সহধর্মিণী হোসনে আরা, কন্যা এডভোকেট ইফফাত আরা রোজী, নুসরাত জাহান লাকী, পুত্র গোলাম কিবরিয়া বড় মনি, পুত্রবধূ নিগার আফতাব এবং নাতনি তাসনিয়া আনুস্কাসহ তার অন্যান্য স্বজন। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি ইবরাহীম খাঁ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন, শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ভারপাপ্ত অধ্যক্ষ মো. আবু সা’দত, সরকারি ইবরাহীম খাঁ কলেজের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক পারভীন আক্তার, তরুণ আইনজীবী মো. রুহুল আমীনসহ বিশিষ্ট মান্যবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনু আনোহলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান। অতিথিবৃন্দ তাকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে তার শ্রদ্ধায় কবিতা আবৃত্তি, নৃত্য এবং গান পরিবেশন করা হয়।