গোপালপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবাহান তুলা আর নেই। তিনি গতকাল শনিবার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে গোপালপুর পৌরশহরস্থ কোনাবাড়ী বাজার এলাকায় নিজ বাস ভবনে বিকাল ৪টা ৩০মিনিটে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ সকাল ১০টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা মাঠে প্রথম ও বাদ যোহর নিজ গ্রামের বাড়ি নগদাশিমলা ইউনিয়নের চতিলা গ্রামে মাঠে জানাযা শেষে কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে গোপালপুর উপজেলা কৃষি অফিস, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ, গোপালপুর উপজেলা শাখা, মাঝপাড়া কমিউনিটি ক্লিনিক, সূতী হোসেন শহীদ সোহরাওয়াদী উচ্চ বিদ্যালয় এবং নুঠুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।