ঘাটাইল প্রতিনিধিঃ
ঘাটাইলে ইউএন’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল মাদরাসা ছাত্রী জান্নাতুল ফেরদৌসি(১৩)। শুক্রবার বিকেল ৪ টায় বাইচাইল গ্রামের মোতাহের হোসেনের বাড়ীতে গিয়ে ইউএনও এ বিয়ে বন্ধ করা করেন। জান্নাতুল বাইচাইল ইসলামিয়া দাখিল মাদরসার নবম শ্রেনির ছাত্রী।
স্থানীয়রা জানায়, ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের পশ্চিম পাকুটিয়া (খালপাড়) গ্রামের শাজু মিয়ার ছেলে শাকিলের (২২) সাথে একই ইউনিয়নের দড়িপটল গ্রামের আ. রহমানের মেয়ের বিয়ে অনুষ্ঠিত হতেছিল বাইচাইল গ্রামের মোতাহেরের বাড়িতে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিয়ে অনুষ্ঠানের সব খাবার এতিমখানায় দিয়ে দেন। বাল্য বিয়ের সহযোগিতা করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজি: ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বাইচাইল গ্রামের মোতাহের হোসেনের মেয়ে মৌসুমীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। ইউএনও অঞ্জন কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।