নিউজ স্রোতঃ
টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরনের নির্দেশে ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শামীম সরকার কর্তৃক চাল বিনামূল্যে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে বিতরণ করেছেন।গতকাল রবিবার(১৬ই আগস্ট) সকাল ১০টার দিকে তার নিজ বাসা থেকে তিনশত পরিবারের মাঝে পাঁচ কেজি করে এ চাল বিতরণ করেন।শফিকুল হক শামীম বলেন,এই বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আমি তাদের কথা চিন্তা করে আমার পৌর মেয়রের সাথে কথা বলে তার সহযোগিতায় যতোটুকু সম্ভব আমি মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই কার্যক্রম আমার অব্যাহত থাকবে।এ সময় জেলা যুবলীগের নেতা ও কলেজ পাড়া সিএনজি-উপদেষ্টা ইমরান হোসেন জুয়েল,ছাত্রলীগের সদস্য শারুখ আহমেদ শান্ত, রওনক,সবুজ,বাবু,সালমান কবির পরশ,কামাল আহমেদ সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও তার ওয়ার্ড ব্যতিত তার পরিবার বর্গ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বন্যা কবলিত মানুষদের সাহায্য করছেন।