নিউজ স্রোতঃ
টাঙ্গাইল শহরের প্রান কেন্দ্রে জনপ্রিয় ভ্রমনের স্থান ‘মনতলা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। অতিরিক্ত নৌকা ভাড়া ও খাবারের দাম বেশি নেয়ার কারণেই বন্ধ ঘোষনা করা হয়। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন ভ্রমনস্থানে গিয়ে সত্যতা পেয়ে বন্ধ ঘোষনা করেন।মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইলের ফেসবুক পেইজ থেকে মনতলার সিন্ডিকেট নিয়ে একটি স্ট্যাট্যাস ভাইরাল হয়। সেই খবর পেয়ে এখানে এসে দেখতে পাই নৌকা দিয়ে ভ্রমনে ৬০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছে এবং রেটের তালিকা ঝুলিয়ে রেখেছে। সেই সাথে ফাস্টফুড খাবারের দাম অনেক বেশি নিচ্ছে এখানকার দোকানদাররা। এছাড়াও এই ভ্রমন কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে বখাটেদের আড্ডা দিন দিন বেড়ে যায়। নৌকা দিয়ে কিশোর-কিশোরীরা অনিয়ন্ত্রিতভাবে চলাফেলা করে আসছে। যে কোন দুর্ঘটনা ঘটতে পারে এখানে। এজন্য অনির্দিষ্টকালের জন্য এই মনতলা বন্ধ করে দেই। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিবেচনা সাপেক্ষে চালু করা হবে।