দেলদুয়ার প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার দেলদুয়ারে এক প্রস্তুতি মূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জ্ঞিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,সাংবাদিক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।
দেলদুয়ার,টাঙ্গাইল।