মুক্তার হাসান ঃ
টাঙ্গাইলে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর এতে করে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭২২জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১০ জন, সখীপুরে ৯ জন, মধুপুরে ২জন, ধনবাড়িতে ২জন, ঘাটাইল ১জন ও দেলদুয়ারে ১জন রয়েছেন। এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৭২২ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ২৯জন মৃত্যুবরণ করেছেন। আরোগ্য লাভ করেছেন ১০৩৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৭৮৫জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিৎ করেছেন।