নিউজ স্রোতঃ
টানা বর্ষণ আর পাহাড়ী ঢলে তৃতীয় দফায় বন্যায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ায় অসহায় হয়ে পড়ছেন বানভাসী মানুষ।
শুক্রবার (২৪ জুলাই) জেলা প্রশাসনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে যমুনা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরইমধ্যে ভেসে গেছে বিস্তীর্ন এলাকার ফসলি জমি, রাস্তা ঘাট এবং পুকুরের মাছ।
টাঙ্গাইল পৌর এলাকায় এনায়েতপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা দিয়ে পানি প্রবেশ করে ঘর বাড়ি ও পাকা রাস্তা তলিয়ে গেছে। এতে যানবাহনসহ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
জেলার ১০টি উপজেলায় বন্যা কবলিত হয়ে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্ধী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে বাড়ি ঘর ছেড়ে রাস্তার পাশে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। তবে গরু, ছাগল ও হাঁসমুরগি নিয়ে তাদের বেহাল দশায় এসব এলাকার বানভাসী মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। সরকারি-বেসরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের।