ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সিদ্দিকা চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশ স্কাউট আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষস্থ প্রতিযোগিতায় চিত্রাংকন বিভাগে ইসরাত প্রথম হয়েছে।
ইসরাত জাহান ঢাকা অঞ্চলে প্রথম হয়ে সে চ‚ড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে ঘোষিত ফলাফলে ইসরাত এ সাফল্য অর্জন করে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটি সামাজিক দুরত্ব বজায় রেখে আজ রোববার সকালে স্কুল প্রাঙ্গনে তাকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের পক্ষ থেকে ইসরাতের হাতে পুরস্কার তুলে দেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)।
এ সময় ঘাটাইল প্রেস ক্লাব এর সভাপতি মো. নজরুল ইসলাম, উইজডম ভ্যালির প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ইসরাত ঘাটাইল উপজেলায় প্রথম কাবস্কাউটের সর্বোচ্চ পুরস্কার ও শাপলা-কাব অ্যাওয়ার্ড অর্জনকারী।