নিউজ স্রোতঃ
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর আওতাধীন এলাকাগুলিতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতিমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১২/০৭/২০২০ তারিখ ০২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন হিংগানগর গ্রামস্থ জনৈক ছলিমউদ্দিন পিতাঃ মৃত ফটিক মিয়া এর বসত বাড়ীর উত্তর পার্শে আটিয়া ইউনিয়ন পরিষদ হইতে আটিয়া মহিলা মহাবিদ্যালয় গামি কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ বারিক @বারি (২৬), পিতাঃ মোঃ ছলিম উদ্দিন, সাং-হিংগানগর (সাহা পাড়া), ২। মাসুদ রানা (২৬) পিতাঃ রমজান মোল্লা, সাং- এলাসিন সানবাড়ী, ৩। আঃ রাজ্জাক (২৯) পিতাঃ মোহাম্মদ আলী, সাং-গজিয়াবাড়ী পশ্চিমপাড়া সর্ব থানাঃ দেলদুয়ার, জেলাঃ টাঙ্গাইল’দের বিপুল পরিমান ইয়াবা, ০৩টি মোবাইল ফোন, এবং ০৬টি সিম কার্ড সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। ধৃত আসামীগণ তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র্যাবের এ ধরনের অবৈধ মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।