ভুঞাপুর প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে পড়ে যাওয়া নিখোঁজ শিশু খায়রুলের (৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার অর্জুনার ইউনিয়নের বেলতলা এলাকার যমুনার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার চরভরুয়া এলাকায় নানির সাথে তিল শুকাতে গিয়ে খেলতে খেলতে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ ওই শিশু গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, উপজেলার চর ভরুয়া এলাকার যমুনা নদীর কাছে নানীর সাথে শিশু খায়রুল তিল শুকাতে গিয়েছিল। এমন সময় নানি তিল শুকানোর কাজে ব্যস্ত থাকায় শিশুটি খেলতে খেলতে যমুনা নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। রোববার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে ভুঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার একাব্বর আলী জানান, শিশুটি খেলতে খেলতে যমুনা নদীতে পড়ে যায় ঐ দিন তাকে খুজে যায়নি। রোববার তার মরদেহ উদ্ধার করা হয়।