ফাতেমা আক্তারঃ
গত ১ জুলাই দুপুর ১২টায় রোটারি ক্লাব অব টাঙ্গাইল ও রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির ২০২০-২০২১ রোটারি বর্ষের নতুন কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোটারি ক্লাব অব টাঙ্গাইল-এর সভাপতি হিসেবে রোটারিয়ান মোঃ আশরাফ হোসাইন ও সেক্রেটারি হিসেবে রোটারিয়ান তানভীর আহমেদ সুমি এবং রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং সেক্রেটারি হিসেবে রোটারিয়ান মুহাম্মদ আতাউর রহমান খান আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্বভার গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ব্রম্মপূত্র রিজিওনের রিজিওন অ্যাডভাইজার রোটারিয়ান পিপি আবুল কাশেম মোহাম্মদ খলিলুল্লাহ্ অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে জোন-২৩ এর ডেপুটি গভর্ণর রোটারিয়ান পিপি ড. তাহমিনা খান, এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি মোঃ মেজবাহ উদ্দীন, টাঙ্গাইল ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান আইপিপি মোঃ আব্দুল মুত্তালিব, টাঙ্গাইল সিটি ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান আইপিপি বিপুল কান্তি ঘোষ সহ উভয় ক্লাবের অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা মহাদূর্যোগে রোটারি ক্লাব সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব দু’টি টাঙ্গাইলস্থ রোটারি পল্লীর দুঃস্থ অধিবাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে।