দেলদুয়ার প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে মাদারকোল নবারুণ যুব সংঘের উদ্যোগে গ্রামের দরিদ্র জন গোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উপহার বিতরন করা হয়। ঈদ উপহারের মধ্যে ছিল পোলাওয়ের চাল,সেমাই,চিনি, তেলসহ নগদ কিছু টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জ্ঞিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক। এসময় ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মিজানুর রহমান আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ, তরিকুল ইসলাম সেন্টু,বাবলু চৌধুরী সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।