টাঙ্গাইল পৌরসভার ১৩ নং ওর্য়াডের ৫শ’অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন সাবেক কাউন্সিলর হযরত খান
নিউজ স্রোতঃ
করোনাকালে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর হযরত খান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টাঙ্গাইল পৌরসভার ১৩ নং ওর্য়াডের অসহায় ও কর্মহীন দুস্থ ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
সোমবার সকালে শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার ব্যক্তিগত উদ্যোগে ১৩নং ওয়ার্ডের ৫শ’ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক কাউন্সিলর হযরত খান। তিনি এ সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা মানতে গিয়ে যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে সরকারের পাশাপাশি আমি নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা নিয়ে দাড়িয়েছি। আগামীতে আরও যারা কর্মহীন রয়েছেন তাদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে জানান।