দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার সকালে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়,দেলদুয়ারে ৯হাজার ৬শ ২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। দেলদুয়ারে ধান কাটার মেশিন সরকারি ভর্তুকিতে সরবরাহ করা হয়েছে এ পর্যন্ত ৩টি। মেশিন দিয়ে ধান কাটলে কৃষক লাভবান হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ। দেলদুয়ার কলেজের পাশে ধান কাটার উদ্বোধনের পর উপজেলা মিলনায়তনে সবজি বীজ বিতরন,ধান ক্রয়ের লটারি,আনসার ভিডিবি সদস্যের অনুদান ও বিভিন্ন ভাতাভোগীদের মাঝে নগদ অর্থ বিতরনের ও উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক,সাধারন সম্পাদক এম শিবলী সাদিক, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সবুজ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোবারক হোসেন। পরে এলাসিনে ত্রান বিতরন করে চলে যান সংসদ সদস্য।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post