কালিহাতী প্রতিনিধিঃ
কালিহাতীর উত্তর বেতডোবা নিজ গ্রামে তিন বন্ধুর উদ্যোগে ও এলাকার প্রবাসী ভাইদের সহযোগিতায় অসহায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রান বিতরন করেন উত্তর বেতডোবার শাকিল,জাহাঙ্গীর ও আজিজুল তিন বন্ধু।
করোনার ভাইরাসের কারনে অনেকটাই অচল হয়ে পড়েছে সারা বিশ্ব। যে যার অবস্থান থেকে সবাই সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে অনেক নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবার অনেকটাই অসহায় হয়ে পড়েছে।
৩২ টি অসহায় নিম্ন আয়ের পরিবাকে রাতের অন্ধকারে ত্রান বিতরন ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১কেজি পেয়াজ, ১কেজি আলু, ১কেজি লবন, ৫০০ গ্রাম তেল ও ১ টি করে সাবান ।
শাকিল জানায়,নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবার তারা না পারছে কারো কাছে হাত বাড়াতে অথচ খোজ নিলে দেখা যাবে তারা কতটা অসহায় ভাবে দিন কাটাচ্ছে। লজ্জা বোধের কারনে অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা সরকারি ত্রানের সাহায্যের জন্য লাইনেও দাড়াতে পারে না। আমাদের এলাকা থেকে আমরা খুজে খুজে এমন ৩২ টি অসহায় পরিবারকে রাতের অন্ধকারে ত্রান দিয়ে আসি ও ত্রান বিতরন চলমান আছে এখনো ।