দেলদুয়ার প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে অল্প কিছু দিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। কিন্তু চলমান করোনা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমীক সংকট। ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন সেজন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫০ ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে একটি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরন করেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জাপানের তৈরি একটি কম্বাইন্ড হারভেষ্টা মেশিনের চাবি কৃষক এর হাতে তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ বলেন, সরকারের বাজেটে কৃষি যন্ত্রপাতি সহয়তা কর্মসূচীর আওতায় একটি মেশিন ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস প্রতাব মুকুল প্রমুখ।