মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেছেন, এই মুহুর্তে করোনা ভাইরাসের একমাত্র প্রতিষেধক ঘরে থাকা। তাই ভাইরাসের সংক্রম ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে।
সোমবার সকালে মির্জাপর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার তিনশতাধিক দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ খাদ্যসামগ্রী বিরতণের আয়োজন করে। এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ সেখানে উপস্থিত ছিলেন।
তাদের দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা গ্রামে বসবাস করেন এবং গ্রামের মানুষের সঙ্গে আপনাদের সার্বক্ষনিক উঠাবসা। তাই করোনা ভাইরাসারে সংক্রমনরোধে এই মুহুর্তে নিজেরা ঘরে থাকবেন এবং অন্যদের ঘরে থাকার পরামর্শ দিবেন। করোনার প্রাদুর্ভাবের এই সময়ে সরকার প্রত্যেকের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিবে বলে তিনি উল্লেখ করেন।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.