কালিহাতি প্রতিনিধিঃ
আজ বুধবার বিকালে টর্নেডোতে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুরে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত ও নারান্দিয়া ইউনিয়নের ঘরিয়ায় ৫একর জমির ইরি ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
ইছাপুর গ্রামের আঃ খালেক জানান, কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাট সহ প্রায় ৫০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর শতাধিক গাছ ও বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে বিদুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হয়, গুরুতর আহত ২জন প্রাথমিক চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে বলে জানা যায়। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নগরবাড়ি কৃষি কলেজের শিক্ষক বাদশা মিঞা জানান, শিলা বৃষ্টিতে ঘরিয়া চকের অন্তত ৫একর জমির ইরি ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। খড় ছাড়া কৃষকরা কিছুই ঘরে তুলতে পারবেনা।
ক্ষতিগ্রস্তরা ক্ষয়-ক্ষতি লাগবের জন্য সরকারি সহায়তার দাবি জানান।