মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মীর এনায়েত হোসেন মন্টু মির্জাপুরে কর্মরত সাংবাদিকদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা ও সাবেক সভাপতি নিরঞ্জন পালের হাতে এই পিপিই তুলে দেন।
মীর এনায়েত হোসেন মন্টু বলেন, সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এরমধ্যে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সারাদেশ তথা বিশ্বের সঠিক খবর পাচ্ছে।
সাংবাদিকরা সংবাদ প্রচার ও প্রকাশ না করলে দেশের মানুষ এতো বেশি সচেতন হতো না। তাই তিনি সাংবাদিকদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নেন। ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে মির্জাপুরে কর্মরত সাংবাদিকের সুরক্ষায় পিপিই দেয়ায় মীর এনায়েত হোসেন মন্টুকে ধন্যবাদ জানিয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.