নিউজ স্রোতঃ
টাঙ্গাইলের ঘাটাইলে করোনা আক্রান্ত হয়ে প্রথম এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালে আইসুলেশনে থাকাবস্থায় মঙ্গলবার বেলা দুইটায় তিনি মারা যান। নিহত ওই যুবকের নাম মহির উদ্দিন (২৫)। তিনি ঘাটাইল উপজেলার রসুলপুল ইউনিয়নের ঘোনার দেউলী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুর রহমান খান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, ওই যুবকের দুটি কিডনি নষ্ট হয়ে যওয়ায় ৪ মাস ধরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ডায়ালসিস করা হয়। অবস্থার অবনতি হলে স্বজনরা ৪ এপ্রিল তাকে ঢাকা কিডনি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তার নমুনা রেখে তাকে কুর্মিটোলা হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়ে দেন। কিন্তু তিনি ওই হাসপাতালে না গিয়ে ভয়ে বাড়িতে চলে আসেন। পরবর্তীতে আইইডিসিআর-ওই নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ হওয়ায় ওয়েভ সাইটে দেয়া হয়। তার পুর্নাঙ্গ ঠিকানা না দিয়ে শুধু মোবাইল নম্বর দেয়া হয়েছিল। পরে ওই মোবাইলের সুত্র ধরে ঠিকানা পেয়ে ১১ এপ্রিল রাত ১টার দিকে টাঙ্গাইল থেকে টিম গিয়ে এ্যম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যায়। ওই রাতেই গ্রামের ১২০টি পরিবারকে লকডাউন ঘোষনা করা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ ওয়াহেদুজ্জামান জানান, করোনায় আক্রান্ত হয়েই মহিউদ্দিন নামের যুবকের মৃত্যু হয়েছে।