টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সদর উপজেলার বাঘিল ইউনিয়নে কর্মহীন দরিদ্র বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বাঘিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১৮ এপ্রিল শনিবার দুপুরে পাঁচশত দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে নিরাপদ দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান আনছারী, ৮নং বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সোহাগ, বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ট্যাগ অফিসার আব্দুল খালেক, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার শাহিন আলম, রহমান, শামসুল মুকুল,সহ অন্যান্যরা। সংশ্লিষ্টরা এ ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।