টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা সদর এবং ১২ টি উপজেলায় সচেতনতামূলক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ চলমান কর্মকাণ্ড সম্পর্কে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ বার্তা সমূহ মাইকিং এ সড়ক প্রচারের মাধ্যমে জানানো হচ্ছে, যা চলমান রয়েছে। এছাড়া স্থানীয় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম চলছে। টাঙ্গাইল জেলা সদর রোডে মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে প্রচার কালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) ‘সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।