নিউজ স্রোতঃ
র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, অবৈধ মাদক ব্যবসা, চোলাচালান এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে এবং র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর আওতাধীন এলাকাগুলোতে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ সার্বক্ষনিক অভিযান পরিচালনা করে র্যাব ইতোমধ্যে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
বর্তমানে দেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করে সামাজিক দুরত্ব বজায় রাখতে টাঙ্গাইল জেলা ৭ এপ্রিল বিকেল ৪টা থেকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়নের জন্য র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাতের নির্দেশে র্যাব সদস্যরা মানুষকে ঘরমুখো করতে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। দিনরাত তাদের অভিযান অব্যাহত রেখেছে। র্যাবের অভিযানে সচেতন মহল সন্তুষ্টি প্রকাশ করেছেন।
লকডাউন সফল করতে ও অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করেন। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতেও র্যাব সদস্যরা মাঠে অভিযান অব্যাহত রাখবে বলে জানা যায়।