ঘাটাইল প্রতিনিধিঃ-
মঙ্গলবার সকালে করোনা মোকাবেলায় টাংগাইলের ঘাটাইল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উপজেলার পৌর অঞ্চল ও বিভিন্ন ইউনিয়নের হত দরিদ্র ও বর্তমানে উপার্জনে অক্ষম প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এই ত্রাণ সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের মাঝে পৌছে দেওয়া হয়।প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল,এক কেজি পেয়াজ, এক কেজি তেল,এক কেজি আলু এবং একটি সাবান দেওয়া হয়।
অন্যতম উদ্যোক্তা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ জানান,”দেশের এই ক্রান্তিলগ্নেঅসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব,সেই দায়িত্ববোধ থেকে শিক্ষকদের সহযোগীতায় আমরা এই ত্রাণ বিতরণ করছি এবং এটি অব্যাহত থাকবে।” যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়াঁনোর আহবান জানিয়েছেন এই শিক্ষক নেতা।সেই সাথে অর্থায়নে সহযোগিতাকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।উপজেলার বাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির যুগ্ম সম্পদক মোঃ শফিকুল ইসলাম বলেন,”এই কার্যক্রমে সম্মানিত শিক্ষকবৃন্দ অর্থ শ্রম ও মেধা দিয়ে যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন।পরিস্থিতি বুঝে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।” কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ময়নুল হাসান জনি বলেন,”সাধারণ সম্পাদক নাজমুল হাসানের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার হতদরিদ্র শতাধিক পরিবারে আমরা এই ত্রাণ বিতরণ করেছি।”