নিউজ স্রোতঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষকে ঘরমুখো রাখতে টাঙ্গাইলে বিকেল ৫টা থেকে দোকান পাট,অটোরিক্রাসহ সকল যানবাহন চলাচল নিষিদ্ব করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের নির্দেশ অনুযায়ী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ মাইকিং করে সব কিছু বন্ধ করে দিয়েছে। সচেতন মহল টাঙ্গাইলের জেলা প্রশাসকের এ সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন।
টাঙ্গাইল শহর সহ সকল উপজেলায় খোজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা থেকে সকল প্রকার যানবাহন, দোকানপাট বন্ধ করা হয়েছে। শুধুমাত্র জরুরী প্রয়োজনে ওষধের দোকান খোলা রাখতে পারবে বলে জেলা প্রশাসনের সুত্রে জানা গেছে। প্রতিদিন ৫টা থেকে সব কিছু বন্ধ থাকবে বলেও জানা যায়।