হাবিবুর রহমান হাবিব এর বন্ধুমহলের সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্মহীন দরিদ্র এসব মানুষ। সকলকে মাস্ক ব্যবহার করার জন্যও অনুরোধ করা হয়েছে। এছাড়াও বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের না হওয়ারও প্রতিশ্রুতি দেন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
কালিহাতী প্রতিনিধিঃ
জাতীয় দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় কর্মবঞ্চিত গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।ঢাকা মাহানগর উত্তরের সাবেক ছাত্র নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব ও তাদের বন্ধুমহলের উদ্যোগে উপজেলার এলেঙ্গা, নারান্দিয়া, কালিহাতি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শতাধিক কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি, সাবান,মাস্কসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কালিহাতি উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও কালিহাতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু ও আব্দুল সালাম প্রমুখ ।