নিউজ স্রোতঃ
টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান যে, ভোর ০৫.৫০ মিনিটের সময় আগুনের সংবাদ পেয়ে দ্রুত অগ্নিকান্ডস্থলে গিয়ে দেখতে পাই ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের কাঠের খুটিতে আগুন জ্বলছে। ফায়ারফাইটারা অত্যান্ত ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ২দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত। আগুনে কেউ হতাহত হয়নি। বৈুদ্যতিক খুটি আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরো জানান, করোনা ভাইরাসের মধ্যেও জনগনের কল্যাণে কাজ করাই ফায়ার সার্ভিসের মূল লক্ষ্য।