ঘাটাইল প্রতিনিধিঃ
বৃহস্পাতিবার ভোর ৬টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দরিচৈথট্র গ্রামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তি দরীচৈথ্রট্র গ্রামের মৃত বায়োজিত উল্লাহ ছেলে আব্দুর রশিদ(৭০) ।পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক(এসআই)মোঃ রেজাউল করিম জানায় নিহত আব্দুর রশিদ প্রায় ২ বৎসর যাবৎ মানসিক সমস্যায় ভোগছিলেন। ভোর বেলায় নামাজ পড়তে গেলে আর বাড়ি ফিরে আসে নি।সকালে রায়েজ উদ্দিনের পুকুর পাড়ে ঝুলন্ত লাশ দেখতে পেলে এলাকা বাসী পুলিশ কে খবর দেয় ।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানায় ফাসিতে ঝুলে মৃত্যু ঘটনা সত্য এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামালা হয়েছে ।
রবিউল আলম বাদল