কালিহাতী প্রতিনিধি:
ভোরের পাখি শরীর চর্চা ক্লাব’র উদ্দ্যোগে বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মানুষের বাজারে গমন নিরুৎসাহিত করতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সুলভ মূল্যের ভ্রাম্যমান বাজার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী এ ভ্রাম্যমান বাজারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার ও ভোরের পাখি শরীর চর্চা ক্লাব’র সভাপতি শামীম আরা নিপা সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এ ভ্রাম্যমান বাজারে ৭টি নিত্য প্রয়োজনীয় পণ্যে প্রতি কেজিতে গড়ে ১০ টাকা ভর্তুকিতে স্বল্প মূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ক্লাবটি।
উল্লেখ্য, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও কালিহাতীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের উদ্দ্যোগে ভোরের পাখি শরীর চর্চা ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।