নিউজ স্রোতঃ
ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধুসেতু মহাসড়কে সদর উপজেলার নগর জলফৈ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ড্রাইভার এবং হেলপার মারাত্বক ভাবে আহত হয় ।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান যে, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থালে গিয়ে দেখতে পাই একটি পিকাপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৯৫৮৮) টাঙ্গাইল থেকে করটিয়া যাওয়ার পথে টাঙ্গাইল মহসড়কের জালপাই নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর পুলের সাথে ধাক্কা লেগে ড্রাইভার এবং হেলপার মারাত্বক ভাবে আহত হয়। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকাপভ্যানের হেলপার এর নাম মোঃ মোহন (বয়স-২০) বলে জানা যায়।